SIP ( Systematic Investment Plan) : রিটায়েরমেন্ট প্ল্যানিং অথবা যদি আপনি Long time এর জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে SIP র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ইদানিং রেকারিং ডিপোজিটের ব্যাংকের ইন্টারেস্ট ৪%-৫% এ নেমে আসায় মানুষের কাছে আর কোন রাস্তা খোলা নেই যেখানে Long time এর জন্য টাকা ইনভেস্ট করে বড় fund গড়ে তুলতে পারে, আর সেই কারণেই ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডে উপর মানুষের ভরসা বাড়ছে। Long time ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে আপনি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। Retirement Planning : আসুন দেখে নেয়া যাক Long time এর ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে কিভাবে আপনি বড় fund গড়ে তুলবেন : ধরা যাক এখন আপনার বয়স ৩২ বছর এবং আপনি যদি রিটায়ারমেন্ট এর জন্য প্ল্যানিং করেন এবং যদি রিটারমেন্ট এর বয়স ৬০ বছর ধরা হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট Tenure হবে ২৮ বছর। মাসিক ১০০০০/- টাকা আপনি যদি ২৮ বছরের জন্য SIP মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং এক্সপেকটেড রিটার্ন যদি ১২% ধরা হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট হবে ( ১২ মাস x ১০০০০/- x ২৮ বছর) = ৩৩,...
Enhance Your Knowledge