Income tax return ফিলাপ করার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি ঘরে বসেই আপনার স্মার্ট ফোন থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন।
কিছুদিন আগে ইনকাম ট্যাক্স রিটার্ন এর কিছু আপডেট করা হয়েছে নতুন ভার্সন ইনকাম ট্যাক্স পোর্টাল 2.0
আসুন দেখে নেওয়া যাক কিভাবে ট্যাক্স ফাইল করবেন :
Google Income tax e filing লিখে Search করলে নিচের ওয়েবসাইট টি পাবেন, এই ওয়েবসাইট এ ক্লিক করলে , ইনকাম ট্যাক্স ওয়েব সাইটটি ওপেন হবে ।
https://www.incometax.gov.in/iec/foportal
কিভাবে Login/ Register করবেন :
যদি আপনি এর আগে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে রেজিস্টার করে থাকেন তাহলে ইউজার আইডি তে আপনার প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আপনার প্রোফাইলটি ওপেন হবে।
আর যদি প্রথমবার আপনি ইনকাম ট্যাক্স ফাইলিং করতে চান সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে।
সেক্ষেত্রে আপনার প্যান কার্ড, আধার কার্ড নম্বর এবং আপনার ডিটেলস ফিলাপ করতে হবে।
মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ভেরিফিকেশন এর জন্য আপনার মোবাইলে এবং ইমেইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিলে আপনার মোবাইল এবং ই-মেইল ভেরিফাইড হবে ইনকাম ট্যাক্স পোর্টাল এ।
এবার আসুন দেখে নেয়া যাক কিভাবে Step by step Return file করবেন :
যদি আপনি assessment year 01.4.2021 to 31.3.2022 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে চান তাহলে File now বাটনে ক্লিক করবেন।
এই বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে কারেন্ট ইয়ার( ২০২১-২২) এর ITR ফিলাপ করার জন্য সিলেক্ট করে continue বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনি অনলাইন এবং অফলাইন এই দুটো অপশন পাবেন।
এখানে আমরা অনলাইন এর মাধ্যমে কিভাবে ফিলাপ করবো সেটা প্রথমে আলোচনা করে নিই ।
আপনি অনলাইন অপশন সিলেক্ট করে কন্টিনিউ করলে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে Individual বাটন সিলেক্ট করে continue করতে হবে।
আপনি যদি Salaried Person হন সেক্ষেত্রে আপনাকে ITR 1 select করতে হবে এবং Proceed with ITR 1 এ সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে।
2nd Step ::
এরপর যে পেজটি ওপেন হবে সেখানে আপনি কেন ইনকাম ট্যাক্স ফাইল করতে চান সেই সম্পর্কিত কিছু উত্তর দেওয়া আছে সেই গুলির মধ্যে আপনাকে বেছে নিতে হবে আর যদি আপনার উত্তর সেখানে না খুঁজে পান তাহলে Others এ ক্লিক করে আপনি নেক্সট পেজে চলে যেতে পারেন ।
আপনি যদি Form 16 ফিলাপ করে থাকেন কোন ব্যাংকের মাধ্যমে তাহলে অটোমেটিক্যালি আপনার ডিটেইলস আপলোড হয়ে যাবে আর যদি না করে থাকেন তাহলে আপনাকে সাধারণ কিছু ডিটেইলস ম্যানুয়ালি ফিলাপ করতে হবে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিকানা ইত্যাদি।
এখানে বলে রাখা ভালো যেহেতু আপনি due date এর আগে ফিলাপ করছেন সে ক্ষেত্রে Filing Section এ ১৩৯(১) এ Select করবেন।
এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি Old structure থেকে New Structure এ যেতে চান কিনা।
এখানে আপনি No করবেন।( যদি এই সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকে তাহলে ইয়েস করতে পারেন, পরবর্তীকালে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব)
Step 3 :
এরপর আপনাকে আপনার আয় সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন আপনার বার্ষিক আয়, Income from others sources,Income from House rent ইত্যাদি ফিলাপ করতে হবে।
এরপরের স্টেজে Deduction সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাকে ফিলাপ করতে হবে যেমন আপনার যদি মেডিকেল ইনসিওরেন্স থাকে অথবা ন্যাশনাল পেনশন স্কিম অথবা পিপিএফ ইত্যাদি থাকে তাহলে আপনি ইনকাম ট্যাক্স এর বিভিন্ন সেকশনে ছাড় পাবেন। (80C/80D/80CCD ইত্যাদি)
এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো।
এরপর আপনি Proceed বাটনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি খুলবে সেটি আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন আপনার যাবতীয় তথ্য নির্ভুল হয়েছে কিনা।আপনি সেভ করে দিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন।
আপনার যদি সবকিছু নির্ভুলভাবে ফিলাপ হয়ে গিয়ে থাকে তাহলে validation successful দেখাবে এরপর Proceed for Verification বাটনে ক্লিক করে e-verify অপশনে ক্লিক করলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সম্পূর্ণ হবে।
(এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করতে পারেন)
Comments
Post a Comment