Startup India Seed Fund Scheme ::
The Startup India Seed Fund Scheme was launched by
Honourable Shri Piyush Goyal on 19th April 2021.
°° স্টার্টআপ ইন্ডিয়া Seed Fund প্রকল্প কী?
যেসব উদ্যোগপতিরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথচ ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট টাকার যোগানের জন্য চিন্তিত তারা স্টার্টআপ ইন্ডিয়া Seed Fund প্রকল্প মাধ্যমে ২০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।
স্টার্টআপ ইন্ডিয়া Seed Fund প্রকল্প Proof of Concept, প্রোটোটাইপ বিকাশ, পণ্য বিচার, বাজার-প্রবেশ এবং বাণিজ্যিকীকরণের জন্য স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা সরবরাহ করে। যোগ্য স্টার্টআপস স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালে স্কিমের জন্য আবেদন করতে পারে। Seed Fund নির্বাচিত স্টার্টআপগুলিতে পুরো ভারত জুড়ে যোগ্য ইনকিউবেটরের মাধ্যমে ২০ লাখ টাকা পর্যন্ত বিতরণ করা হবে।
°°Eligibility Criteria :
১) একটি স্টার্টআপ, ডিপিআইআইটি দ্বারা স্বীকৃত, আবেদনের সময় 2 বছরেরও বেশি আগে অন্তর্ভুক্ত ছিল না।
DPIIT তে নাম নথিভুক্ত করতে হলে নিচের লিংকে ক্লিক করুন :
https://www.startupindia.gov.in/content/sih/en/startupgov/startup-recognition-page.html
২) স্টার্টআপ সংস্থাটিকে পন্য বিক্রয় অথবা পরিষেবা বিতরণ করার জন্য যে বিজনেস মডেল টি উপর ব্যবসা করতে চাইছে সেটি অবশ্যই টেকনোলজি নির্ভর হতে হবে এবং সেই বিজনেস মডেল টি যেন সমাজের কোন প্রবলেম সলভ করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
৩) নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে অগ্রাধিকার দেওয়া হবে : social impact, waste management, water management, financial inclusion, education, agriculture, food processing, biotechnology, healthcare, energy, mobility, defence, space, railways, oil and gas, textiles, etc.
৪) সংস্থাটিকে অবশ্যই প্রাইভেট লিমিটেড,পার্টনারশিপ ফার্ম অথবা এলএলপি তে রেজিস্টার্ড করতে হবে। ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার বা পাবলিক লিমিটেড কোম্পানি এই স্কিমে নথিভুক্ত করতে পারবে না।
(If it’s incorporated as either Private Limited Company or Registered Partnership Firm or Limited Liability Partnership. A sole proprietorship or a public limited company is not eligible as startup)
নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন :
https://seedfund.startupindia.gov.in
Comments
Post a Comment