আসুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যার মাধ্যমে আপনিও ডিজিটাল বিল অথবা অনলাইন স্টোর ওপেন করতে পারবেন।
EZO Apps কি এবং কোন কাজে ব্যবহার করা হয়?
EZO Apps হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অনলাইন বা অফলাইনে সেল করতে পারবেন আপনার যে কোনো প্রোডাক্ট ।
Company মূলত তিনটি ফিচার নিয়ে এসেছে তাদের অ্যাপস এর মধ্যে সেগুলি হল :
1) Digital Bill/Invoice
2) Online Store/ Dukan
3) Credit Collection
প্রথমেই বলে রাখা ভাল আপনার ডেটা ১০০% সুরক্ষিত এবং এটি cloud Platform এ Store করে রাখা হয় যার ফলে আপনি যখন খুশি যে কেনো স্মাটফোন বা কম্পিউটার থেকে ব্যবহার করতে পারেন।
এটি অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল স্মার্ট ফোন অথবা যেকোনো ডেক্সটপ বা কম্পিউটার থেকে ব্যবহার করা যায় ।
আসুন একটু উদাহরণ দিয়ে দেখা যাক :
ধরুন আপনার একটি ওষুধের দোকান আছে। আপনি এই সফটওয়্যার ব্যবহার করে প্রথমে আপনার দোকানের যত ধরনের ঔষধ বিক্রি হয় সেই সব তথ্য যেমন ওষুধের নাম, কোয়ান্টিটি, এমআরপি, সেলিং প্রাইস, যদি কোন ডিসকাউন্ট দিতে যান তাহলে সেই তথ্য, ট্যাক্স এইসব যাবতীয় তথ্য আপনি স্টোর করে দিলেন আপনার সফটওয়্যারে ।
এরপর সেই তথ্য সম্বলিত ডিজিটাল দোকান আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন ।
আবার অনলাইনে বা অফলাইনে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং সে ক্ষেত্রে ইনভয়েস বা বিল আপনি এর সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করে সেটি আপনার ফোনে সেভ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমারকে পাঠাতে পারেন অথবা প্রিন্টারে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন ।
আবার কাস্টমারের ধার বাকি হিসাব আপনি অনায়াসে এই সফটওয়্যার এর মাধ্যমে রাখতে পারেন ।
সম্পূর্ণ বিনামূল্যে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তবে শুধুমাত্র ইনভয়েস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, অনলাইন স্টোর এর জন্য আপনাকে সামান্য কিছু খরচা করতে হবে।
Subscription Model গুলি হল :
Silver Plan (Mobile only) -
3 month এর জন্য 99.66/month
1 Year এর জন্য 49.90/month
Lifetime এর জন্য 1/- ( Only Billing)
Gold Plan ( Mobile and Computer)-
3 month এর জন্য 199.66/month
1 Year এর জন্য 133.25/month
Lifetime এর জন্য 32.49/month
Platinum Plan ( GST Filling)-
3 month এর জন্য 666.33/month
6 month এর জন্য 599.84/month
1 Year এর জন্য 499.91/month
আসুন দেখে নেওয়া যাক কিভাবে Invoice তৈরি করবেন :
How to create Invoice :
Step : 1 > Enter Customer Name, Phone number and Address (if needed)
Step: 2> Add your Products with Qnty and Price.
Step : 3> Save / Print / Send invoice through WhatsApp.
10 Local Language এ আপনি আপনার store চালাতে পারবেন ৷
যদি স্টোর owner একের অধিক হয় সেক্ষেত্রেও সবাই অপারেট করতে পারবে ।
এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি স্টোর তৈরি করবেন :
How to create a Digital Store :
Step 1> Add your Products and Category.
Step 2> Add Product MRP and Sale Price.
Step 3> Add Product Images.
Step 4> Add Stock details.
এখন আপনার digital store ready. আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মার্কেটিং করতে পারেন ।
এরপর আসি ক্রেডিট কালেকশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে :
EZO Apps এর মাধ্যমে আপনি অনায়াসে আপনার সফট্ওয়ারে ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে বাজারে আপনার কত টাকা ধার পড়ে আছে, আপনি নিয়মিত সে সব কাস্টমারদের একটা ক্লিকের মাধ্যমে রিমাইন্ডার এসএমএস পাঠাতে পারবেন এবং সেই এসএমএসের মধ্যে Pay now অপশনের মাধ্যমে কাস্টমার Invoice/Bill দেখতে পাবে এবং আপনাকে পেমেন্ট করতে পারবে।।
Apps Download link from Play Store :
https://play.google.com/store/apps/details?id=in.co.ezo
Comments
Post a Comment