করোনা প্যানডেমিক আমাদেরকে অনলাইনে নিয়ে এসেছে। এখন ক্রেতা-বিক্রেতা উভয়ই অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করছেন।অনেকে বাড়িতে বসে অনলাইন বা অফলাইনে ব্যবসা করার কথা ভাবছেন বা করছেন। তাদের সেই ব্যবসার রাস্তাটা আরো সহজ করে দিয়েছে EZO অ্যাপ । আসুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যার মাধ্যমে আপনিও ডিজিটাল বিল অথবা অনলাইন স্টোর ওপেন করতে পারবেন। EZO Apps কি এবং কোন কাজে ব্যবহার করা হয়? EZO Apps হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অনলাইন বা অফলাইনে সেল করতে পারবেন আপনার যে কোনো প্রোডাক্ট । Company মূলত তিনটি ফিচার নিয়ে এসেছে তাদের অ্যাপস এর মধ্যে সেগুলি হল : 1) Digital Bill/Invoice 2) Online Store/ Dukan 3) Credit Collection প্রথমেই বলে রাখা ভাল আপনার ডেটা ১০০% সুরক্ষিত এবং এটি cloud Platform এ Store করে রাখা হয় যার ফলে আপনি যখন খুশি যে কেনো স্মাটফোন বা কম্পিউটার থেকে ব্যবহার করতে পারেন। এটি অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল স্মার্ট ফোন অথবা যেকোনো ডেক্সটপ বা কম্পিউটার থেকে ব্যবহার করা যায় । আসুন একটু উদাহরণ দিয়ে দেখা যাক : ধরুন আপনার একটি ওষুধের দোকান আছে। আপনি এই সফটওয়্যার ব্যবহ
Enhance Your Knowledge